কিছু মনে করবেন না, প্লিজজ..(লেখক: অজ্ঞাত। আমি না কিন্তু..)
.....মন্দিরের বেদী??!!.....
গহীণ জঙ্গলের মধ্যে একটা মন্দির। সেই মন্দিরের ভিতর একটা বেদী। বেদীর উপর শুয়ে আছে একটা মাদী গাধী। চার পা চারদিকে চ্যাগানো। কাৎরাচ্ছে সে। পাশেই মেঝের উপর রোদে শুয়ে আছে প্রকান্ড এক বাঘ।
শিকারী বাঘকে শুধালো, "বাঘ মামা, ঘটনা কি?"
বাঘ আড়মোরা ভেঙে প্রকান্ড এক হাই তুলে বললো,"আর বলো না ভাইগ্না, চলছিলাম আমি নিজের খেয়ালে, এই মন্দিরের সামনে দেখা হলো এই গাধীর সাথে।"
শিকারী শুধায়, "তারপর?..."
বাঘ একটা বিড়ি ধরায়। বলে, "....এসব কাজের পর ধুমপান করতেই ভালো লাগে। তোমার কাছে কি মুড়ি হবে?"
শিকারী কোঁচড় থেকে একটু মুড়ি বার করে দেয় বাঘকে। বাঘ দুই গাল মুড়ি খেয়ে বলে, " তারপর হলো কী.....আমি নিজের পরিচয় দিলাম। বললাম যে আমি বাঘ । গাধী বিশ্বাস করে না। বলে কি-তুমি তো আন্ডারডগ!! টাইগার তো হলো আমার গাধাটা।.."
শিকারী বলে, "..বলে কী??"
বাঘ বলে," তুমিই বলো ভইগ্না, এইসব শুনে কী পোষায়?"
শিকারী বলে, "তারপর?..."
বাঘ বলে," তারপর আর কী, কানে ধরে নিয়ে এলাম মন্দিরের ভেতরে, বেদী'র উপর ফেলে, ঠ্যাং দুটো নিজের কাঁধে তুলে নিয়ে , তারপর যা হবার হল।"
শিকারী ঘাবড়ে গিয়ে বলে, " ওটা আবার কোন স্টাইল? মিশনারি? না ডগি??"
বাঘ বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, "ওটা হল গিয়ে আন্ডারডগি স্টাইল............."
...গাধীটা ডুকরে উঠে নেপথ্যে......
>>>>>মন্তব্য নিষ্প্রয়োজন!!!!......<<<<<<<
Comments
one of my friends send me this and told to spread it to all of my friends....so rather emailing them i decided to post it on ma blog.....hope u'll haf fun readin it as much as i did....... and to others, pls dont mind readin it....its just a fun, wish mondira cud read dis awesome story.... leave me comments .....pls