হয় না..........
হয়না
-শিরণামহীন
হয়না এমন তো হয়না, নদীর বুকে বৃষ্টি ঝরে..
পাহাড় তারে সয় না।
সূর্য লাল বৃক্ষ সবুজ, আমি কান্দি ঘরের কোনায়-
তুমি অবুঝ।
বৃক্ষ, আকাশ, সূর্য মিলে ঝরণা'র কথা কয় না।
নদীর বুকে বৃষ্টি ঝরে..
পাহাড় তারে সয় না।
মেঘ কালো, আঁধার কালো।
মৃত্যুর বুঝি মরণ হলো।
উদাস আকাশ, উতাল বাতাস-
পথের বাঁকে রয় না।
নদীর বুকে বৃষ্টি ঝরে..
পাহাড় তারে সয় না।
মেঘের নিত্য তারার মেলা। সোঁদা মাটি রাঙায় আলোয়,
বৃষ্টির খেলায়।
তোমার অশ্রু, আমার চলা- এক তারেতে রয় না।
সাগর জলে ঝরণার চলন,
মনের কথা কয় না।
>>>>[গানটি ডাওনলোড করতে এখানে মাউসের রাইট ক্লিক করুণ ও save target as, or save link as দিয়ে সেইভ করুন।]
-শিরণামহীন
হয়না এমন তো হয়না, নদীর বুকে বৃষ্টি ঝরে..
পাহাড় তারে সয় না।
সূর্য লাল বৃক্ষ সবুজ, আমি কান্দি ঘরের কোনায়-
তুমি অবুঝ।
বৃক্ষ, আকাশ, সূর্য মিলে ঝরণা'র কথা কয় না।
নদীর বুকে বৃষ্টি ঝরে..
পাহাড় তারে সয় না।
মেঘ কালো, আঁধার কালো।
মৃত্যুর বুঝি মরণ হলো।
উদাস আকাশ, উতাল বাতাস-
পথের বাঁকে রয় না।
নদীর বুকে বৃষ্টি ঝরে..
পাহাড় তারে সয় না।
মেঘের নিত্য তারার মেলা। সোঁদা মাটি রাঙায় আলোয়,
বৃষ্টির খেলায়।
তোমার অশ্রু, আমার চলা- এক তারেতে রয় না।
সাগর জলে ঝরণার চলন,
মনের কথা কয় না।
>>>>[গানটি ডাওনলোড করতে এখানে মাউসের রাইট ক্লিক করুণ ও save target as, or save link as দিয়ে সেইভ করুন।]
Comments